শেখ হাসিনাসহ ১৫০৬ জনের বিরুদ্ধে সাভারে হত্যা মামলা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/02/15/hasina02.jpg)
বৈষম্যবিরোধী আন্দোলনে মাদ্রাসা শিক্ষার্থী হাসিবুর রহমানকে গুলি করে হত্যার অভিযোগে সাভার মডেল থানায় মামলা হয়েছে। মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১ হাজার ৫০৬ জনকে আসামি করা হয়েছে।
গতকাল শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাতে নিহত হাসিবুর রহমানের চাচা ফুয়াদ হোসেন মামলাটি দায়ের করেন।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার এজাহারভুক্ত আসামিদের মধ্যে রয়েছেন—সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের সাবেক মহাপরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান হারুন আর রশিদ, ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি প্রমুখ।
নিহত মাদ্রাসাশিক্ষার্থী হাসিবুর রহমান মাদারীপুর জেলার কালকিনি থানার কালাইপুর গ্রামের দেলোয়ার হোসেন ঢালির ছেলে।
আসামিদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রের মাধ্যমে পরস্পরের যোগসাজশে হত্যা এবং হত্যার হুকুম দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের মুখে গত ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের মধ্য দিয়ে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতন ঘটে। সামরিক হেলিকপ্টারে চড়ে ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগ সভাপতি।
মামলার এজাহারে বলা, ৫ আগস্ট শেখ হাসিনার পতনের খবর শুনে ছাত্র-জনতা বিজয় মিছিল নিয়ে সাভার থানার দিকে যাওয়ার পথে গুলিবিদ্ধ হন হাসিবুর রহমান। আশঙ্কাজনক অবস্থায় তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় ৭ আগস্ট মৃত্যু হয় তার।
আসামিদের মধ্যে দুজনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। এদের মধ্যে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সময় গত বছরের ২ সেপ্টেম্বর রাতে হযরত শাহজালাল বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফিকে এবং পরদিন ৩ সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয় সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে।
উভয়ই ছাত্র-জনতার আন্দোলনের সময় গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বর্তমানে কারাগারে রয়েছেন।