চট্টগ্রামে সাবেক এমপি নদভীসহ ২৬১ জনের বিরুদ্ধে মামলা
বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর গুলিসহ হামলার অভিযোগে চট্টগ্রাম-১৫ আসনের সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভীসহ ২৬১ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২০ আগস্ট) রাতে মোহাম্মদ মোমেন হোসেন জয় লোহাগাড়া থানায় মামলাটি করেন। জয় লোহাগাড়া সদর ইউনিয়নের পুরাতন থানা গেইট এলাকার মফিজুর রহমানের ছেলে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩ আগস্ট উপজেলার পদুয়া সেভেন স্টার শপিং কমপ্লেক্সের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মিছিল করতে ছাত্র-জনতা জড়ো হয়। এ সময় নদভীর নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশি আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক দ্রব্য ও বিদেশি অস্ত্রশস্ত্র নিয়ে ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি ও হামলা করে। হামলায় অনেক ছাত্র গুলিবিদ্ধসহ দেশি অস্ত্রের আঘাতে আহত হয়। এ সময় দোকানপাট ভাঙচুর, ককটেল ও পেট্রোল বোমার বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করা হয়।
মামলায় নদভী ছাড়াও উপজেলা আওয়ামী লীগ সভাপতি খোরশেদ আলম চৌধুরী, সাধারণ সম্পাদক মো. সালাহ উদ্দিন হিরু, উপজেলা যুবলীগের আহ্বায়ক জহির উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রিদওয়ানুল হক সুজন, ছাত্রলীগের সভাপতি একেএম আসিফুর রহমান চৌধুরীসহ অজ্ঞাতনামা আরও ২০০ জনকে আসামি করা হয়েছে।