ত্রাণ নিয়ে ফেনীর বন্যার্তদের পাশে দাঁড়াল কেন্দ্রীয় ছাত্রদল
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/08/23/bnp_0.jpg)
ত্রাণ নিয়ে ফেনীর বন্যার্তদের পাশে দাঁড়াল কেন্দ্রীয় ছাত্রদল। ছবি : এনটিভি
ফেনীতে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আজ শুক্রবার (২৩ আগস্ট) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের উদ্যোগে ফেনীতে বন্যার্তদের মধ্যে খাবার বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির, সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহহিয়া ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুমসহ স্থানীয় জেলা ও উপজেলার নেতাকর্মীরা।
এ ছাড়া ছাত্রদলের উদ্যোগে নোয়াখালী, লক্ষীপুর, কুমিল্লা ও হবিগঞ্জসহ বিভিন্ন জেলায় উদ্ধার ও ত্রাণ সহায়তা কার্যক্রম পরিচালিত হয় বলে জানান ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির।