ভারতে পালানোর সময় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পান্নার মৃত্যু
ভারতে পালিয়ে যাওয়ার সময় পাহার থেকে পিছলে পড়েন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না। তার পরিবারের দাবি, এরপর মারা যান তিনি। তবে, বিভিন্ন মহল তার মৃত্যুর বিষয়ে বিভিন্ন তথ্য দিচ্ছে। কেউ বলছে, পারাপারের চক্রের হাতে খুন হয়েছেন, কেউ বলছেন–হৃদরোগে মৃত্যু।
যদিও এনটিভি অনলাইনকে একটি সূত্র জানিয়েছে, আজ শনিবার (২৪ আগস্ট) ভোর রাতে বাংলাদেশ থেকে ভারত সীমান্তে পৌঁছে দেবে বলে একটি চক্রের সঙ্গে চুক্তি হয় পান্নার। সেই চুক্তিমতে দেশের সীমানা পেরিয়ে ভারত পৌঁছালে গুলি করে হত্যা করে তার সাথে থাকা টাকা-পয়সা নিয়ে যায় চক্রটি।
পান্না ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। তার মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পরিবারের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশের সিলেট সীমানা পেরিয়ে ভারতের অভ্যন্তরে একটি পাহাড় থেকে পিছলে পড়ে মারা গেছেন পান্না।
১৯৯৪ সালে ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন ইসহাক আলী খান পান্না। ২০১২ সালের সম্মেলনের পর ইসহাক আলী খান পান্না আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক হন। আওয়ামী লীগ সরকার পতনের পর উদ্ভূত পরিস্থিতিতে বেশ কিছুদিন আত্মগোপনে থেকে ভারতে পালাতে চেয়েছিলেন তিনি।