গাজী টায়ার ফ্যাক্টরির আগুন এখনও জ্বলছে, নিয়ন্ত্রণে ১২ ইউনিট
নারায়ণগঞ্জের রূপসীতে অবস্থিত গাজী টায়ার ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে। আজ সোমবার (২৬ আগস্ট) বেলা সাড়ে ১১টা পর্যন্ত জ্বলছিল আগুন।
জানা গেছে, গতকাল রাত সাড়ে ১০টার দিকে উপজেলার তারাবো পৌরসভার রুপসী এলাকায় গাজী টায়ার কারখানায় আগুন লাগে। মুহূর্তে আগুন পুরো ফ্যাক্টরিতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সেনাবাহিনী, র্যাব, পু্লিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন। সর্বশেষ ১৪ জনকে উদ্ধার করা হয়েছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক প্রশিক্ষক ল্যাফটেন্ট কর্নেল রেজাউল করিম বলেন, ‘রূপসীতে অবস্থিত গাজী টায়ার ফ্যাক্টরিতে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ডেমরা, কাঁচপুর, আদমজী ইপিজেড, কাঞ্চন, ঢাকার সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ১২টি ইউনিট কাজ করছে। আমরা ভেতর থেকে আটকে পড়া ১৪ জন শ্রমিককে উদ্ধার করেছি। ফ্যাক্টরিতে টায়ার তৈরিতে বিভিন্ন ধরনের কাঁচামাল, দাহ্য পদার্থ ও কেমিক্যাল থাকায় আগুন নেভাতে দেড়ি হচ্ছে। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
রেজাউল করিম আরও জানান, কীভাবে আগুন লেগেছে তা তদন্তের পর বলা যাবে। এ ছাড়া নিখোঁজের কোনো সঠিক তালিকা পাওয়া যায়নি।