আগুনে পুড়ে ছাই দোকানের মালামাল
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/02/15/barishal_agun.jpg)
বরিশালের উজিরপুরের বরাকোঠা ইউনিয়নের একটি দোকানে আজ শনিবার আগুন লাগলে তা পুড়ে যায়। ছবি : এনটিভি
বরিশালের উজিরপুরের বরাকোঠা ইউনিয়নের একটি দোকান পুড়ে গেছে। এর আগে আগুন নিয়ন্ত্রণ কাজ করে উজিরপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। এখন আগুন পুরোপুরি নির্বাপণ হলেও জানা যায়নি অগ্নিকাণ্ডের কারণ।
উজিরপুর ফায়ার স্টেশনের লিডার মোহাম্মদ কলিমউদ্দিন এনটিভিকে জানান, সকাল ১১টা ৫ মিনিটে ডাবেরকুল বাজারে পশ্চিম পাশে বাজারসংলগ্ন একটি ভাঙ্গারি দোকানে আগুন লাগার খবর পাই। পরে ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। গোডাউন থাকা সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।