দুদকের ছয় মামলায় স্থায়ী জামিন পেলেন এনটিভির চেয়ারম্যান মোসাদ্দেক আলী
ময়মনসিংহে দুদকের দায়ের করা ছয়টি মামলায় স্থায়ী জামিন পেয়েছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী। তিনি আজ বুধবার (২৮ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহের বিশেষ জজ আদালতে উপস্থিত হন। বিশেষ জজ আদালতের বিচারক ফারহানা ইয়াসমিন আইনজীবীদের বক্তব্য শুনে তার স্থায়ী জামিন আবেদন মঞ্জুর করেন।
এর আগে ২০১৭ সালের ২৯ আগস্ট ময়মনসিংহের ভালুকা থানায় দুদকের ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাসুদুর রহমান বাদী হয়ে তার নামে দুই দফায় ছয়টি মামলা করেন। মামলাগুলো ময়মনসিংহের বিশেষ জজ আদালতে অভিযোগ গঠনের প্রক্রিয়ায় ছিল।
এনটিভির চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলীর পক্ষে অ্যাডভোকেট আনোয়ার আজিজ টুটুল, অ্যাডভোকেট এম এ হান্নান খান, মাসুদ তানভীর তান্না, মোখলেসুর রহমান কেনান, রেজাউল করিমসহ অন্যান্য আইনজীবীরা আজ তাঁর জামিন আবেদনের শুনানি করেন।
আইনজীবী অ্যাডভোকেট আনোয়ার আজিজ টুটুল বলেন, ‘এই মামলাগুলোতে তাঁকে (মোহাম্মদ মোসাদ্দেক আলী) সম্পৃক্ত করার কোনো কারণ আছে বলে আমরা মনে করি না। কারণ, এই মোকদ্দমা যখন দায়ের করা হয়েছে, ঘটনাস্থলে তিনি ছিলেন না। কিন্তু তাঁকে আসামি করা হয়েছে। ঘটনার সময় তিনি দেশের বাইরে ছিলেন। দেশের বাইরে যাওয়ার পর তাঁর বিরুদ্ধে মামলা হয় এবং তিনি বিষয়টি জানতেন না। তিনি জানার পর দেশে এসেছেন এবং আদালতে এসে আত্মসমর্পণ করেছেন। মোকদ্দমাটি অচলযোগ্য বিধায় জনাব মোসাদ্দেক আলীকে জামিন দিয়েছেন আদালত।’
মামলার বিবরণে জানা যায়, এনটিভির চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী ২০১৭ সালের ৯ মে দেশের বাইরে যান। কিন্তু, মামলা দায়ের করা হয় ২০১৭ সালের ২৯ অক্টোবর। দণ্ডবিধি এবং ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলাগুলো দায়ের করেছিলেন দুদকের ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাসুদুর রহমান।
মামলায় জামিন পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী। তিনি বলেন, ‘আমি সব সময় আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমি দেশে ছিলাম না। সেজন্যই মামলা হয়েছে, আমি আসতে পারিনি। আমি এসেই আদালতে আত্মসমর্পণ করেছি, জামিন পেয়েছি। এই মামলাসহ আমার বিরুদ্ধে যত মামলা দিয়েছে, সবগুলোই হয়রানিমূলক-রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। আমাকে হেয় করার জন্য করা হয়েছে। কোনো মামলাই আইনগতভাবে চললে আমি মনে করি না আমার বিরুদ্ধে কোনো রায় হবে। আমি সব মামলাতেই ইনশাআল্লাহ বিজয় অর্জন করব। আমি দেশবাসীর দোয়া চাই। আমি আশা করি, মানুষ যেন এই ধরনের মিথ্যা মামলা থেকে পরিত্রাণ পায়।’

আইয়ুব আলী, ময়মনসিংহ