খুলনায় শেখ হাসিনাসহ ৮৫ জনের নামে হত্যা মামলা
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনসহ তার চার ভাই, সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক, সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেকের নামে খুলনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। এছাড়া মামলায় স্থানীয় আওয়ামী লীগনেতাসহ ৮৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৪০০ জনের নামে খুলনার ফুলতলা থানায় হত্যা মামলাটি দায়ের করা হয়।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল হাসান বাপ্পি বাদী হয়ে এই মামলা দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়েছে, ২০২২ সালের ২২ অক্টোবর খুলনায় বিএনপির মহাসমাবেশে যোগদানের পথে শেখ সাজ্জাদুজামানকে পিটিয়ে হত্যা করা হয়। ফুলতলা থানার মামলা নং ৮ (তাং ২৯ আগস্ট ২০২৪)।
তবে এ ব্যাপারে জানতে পুলিশ সুপার ও ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে একাধিকবার মোবাইলফোনে কল করলেও তারা রিসিভ করেননি।