ঢামেক হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তায় ২ প্লাটুন বিজিবি
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তায় দুই প্লাটুন বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বিজিবি সদর দপ্তর থেকে আজ রোববার (১ সেপ্টেম্বর) খুদে বার্তায় এই তথ্য জানানো হয়েছে।
গতকাল শনিবার রাতে হাসপাতালটিতে চিকিৎসকদের ওপর হামলার ঘটনা ঘটে। পরে আজ রোববার ঢাকা মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকদের কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেন ঢামেক নিউরো সার্জারি বিভাগের আবাসিক সার্জন আব্দুল আহাদ। দুপুরে প্রশাসনিক ব্লকে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।
চিকিৎসকেরা কমপ্লিট শাটডাউন দিলে তাদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। এরইমধ্যে খবর এলো—চিকিৎসকদের নিরাপত্তায় ঢামেকে বিজিবি মোতায়েন করা হয়েছে।