দেশের রাজনীতিতে কিছু সংস্কার-পরিবর্তন দরকার : ডা. আব্দুল্লাহ তাহের
বাংলাদেশ জামায়াতে ইসলামির নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে, নির্বাচনে, সংবিধানে কিছু সংস্কার-পরিবর্তন দরকার। জামায়াত ইসলামী সংবিধান সংস্কারের পক্ষে।
শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে জেলার চান্দিসকরা ও ফেলনা এলাকায় চৌদ্দগ্রাম উপজেলা জামায়াত আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এসব কথা বলেন। এসময় পুলিশের গুলিতে নিহত উপজেলা ছাত্রশিবির সভাপতি শহীদ সাহাব উদ্দিন ও ছাত্র আন্দোলনে নিহত শহীদ জামসেদুর রহমান মিয়াজী জুয়েলের পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়।
ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আমাদের দাবি একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে। নির্বাচন কমিশনকে পুনর্গঠন করতে হবে। একজন ব্যক্তি দুই বারের বেশি অর্থাৎ দশ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না; থাকলেই স্বৈরাচার হয়ে যায়- ফ্যাসিবাদ হয়ে যায়। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনতে হবে। দলীয় প্রতীকে নির্বাচন হবে- যে যত শতাংশ ভোট পায়- সে হিসেবে সংসদে আসন নির্ধারণ হবে।
চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মু. মাহফুজুর রহমানের সভাপতিত্বে সেক্রেটারি মু. বেলাল হোসাইনের পরিচালনায় পথসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য সাবেক জেলা আমির আবদুস সাত্তার, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সাবেক আমির ভিপি সাহাব উদ্দিন, চৌদ্দগ্রাম পৌরসভার আমির মাওলানা ইব্রাহীম প্রমুখ।
পথসভায় আরও বক্তব্য দেন ছাত্রশিবির পূর্ব জেলা সভাপতি নাজমুল হাসান, উপজেলা জামায়াতের সহকারি সেক্রেটারি কাজী ইয়াছিন, পৌরসভা সেক্রেটারি মোশারফ হোসেন ওপেল প্রমুখ।