ছাত্র-জনতার ওপর ‘গুলিবর্ষণকারী’ সাবেক ইউপি চেয়ারম্যান আটক
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/09/15/atok.jpg)
হ্যান্ডকাফের ফাইল ছবি
কিশোরগঞ্জ সদরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর অস্ত্র হাতে গুলিবর্ষণকারী মাজহারুল ইসলাম মাসুদকে রাজধানী থেকে আটক করেছে র্যাব। মাসুদ কিশোরগঞ্জ সদরের দানাপাটুলি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।
আজ রোববার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান এক বার্তায় এ তথ্য জানিয়েছেন। বার্তায় বলা হয়েছে, মাজহারুল ইসলাম মাসুদকে রাজধানীর ফকিরাপুল থেকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান।