বিএনপির নীতিনির্ধারকদের বৈঠক চলছে

বিএনপির নীতিনির্ধারকদের বৈঠক। ছবি : এনটিভি
দেশের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে দলের নীতিনির্ধারণী ফোরাম বিএনপির স্থায়ী কমিটির নেতারা বৈঠকে বসেছেন। আজ সোমবার রাত ৮টা ৩৫ মিনিটে গুলশান বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। লন্ডনে অবস্থানরত বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চ্যুয়ালি সভাপতিত্ব করছেন।
বৈঠকে উপস্থিত আছেন বিএনপির স্থায়ী সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান।
অনলাইনে যুক্ত আছেন আমির খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু।
আরও উপস্থিত আছেন হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম), অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।