থমথমে রাঙামাটি, চলছে পরিবহণ ধর্মঘট
পাহাড়ি-বাঙালিদের মধ্যে সংঘর্ষ চলাকালে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও চালকদের মারধরের প্রতিবাদে আজ শনিবার (২১ সেপ্টেম্বর) থেকে রাঙামাটি জেলায় শুরু হয়েছে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট। বাস-ট্রাক-সিএনজি অটোরিকশা ও মিনিট্রাক চালক-মালিক ঐক্য পরিষদের ডাকে এ ধর্মঘট পালিত হচ্ছে।
ধর্মঘটের কারণ সকাল থেকে গাড়িশূন্য হয়ে পড়ে শহর। চলছে না শহরের অন্যতম বাহন অটোরিকশা। ছাড়েনি দূরপাল্লার কোনো বাস।
রাঙামাটি শহরের অটোরিকশা চালক সমিতির সাধারন সম্পাদক মিজানুর রহমান বাবু বলেন, ‘গতকাল শুক্রবার বিনা উসকানিতে অসংখ্য গাড়ি ভাঙচুর করেছে পাহাড়িরা, কয়েকজন চালককেও মেরে আহত করেছে। এর প্রতিবাদে ও বিচার দাবিতে আমরা পরিবহন ধর্মঘট শুরু করেছি।’
গতকালের সংঘাতের পর আজ সকাল থেকে রাঙামাটি শহরের পরিস্থিতি থমথমে। আজও জারি আছে ১৪৪ ধারা। নতুন করে কোথাও কোনো সংঘাতের খবর পাওয়া যায়নি।
এদিকে, আজ রাঙামাটি যাচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টাসহ সরকারের একটি উচ্চপর্যায়ের দল।
রাঙামাটির জেলা প্রশাসক মোশারফ হোসেন খান বলেন, ‘১৪৪ ধারা এখনও বহাল আছে। পরিস্থিতি এখন শান্ত। কোথাও কোনো সংঘাত বা সহিংসতার খবর নেই।’