যৌথ বাহিনীর অভিযানে ছাত্রলীগনেতাসহ গ্রেপ্তার ৫
শিল্পাঞ্চল আশুলিয়ায় তৈরি পোশাকশিল্পকে অস্থিতিশীল করার অভিযোগ এক ছাত্রলীগনেতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। গতকাল শুক্রবার রাত থেকে আজ শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
তাদের বিরুদ্ধে কারখানায় হামলা, ভাঙচুর, রাস্তা অবরোধ করে গাড়ি ভাঙচুর এবং গাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলার পুলিশ সুপার আহম্মদ মুঈদ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ঢাকা জেলার ধামরাই সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান খান (৩১), আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার মো. আলকাছ মোল্লা (৩৬), একই এলাকার মো. আজাহারুল ইসলাম (৪২), লালমনিরহাট জেলা সদরের হারিভাঙ্গা গ্রামের মো. মজিদুল ইসলাম (২৮) ও আশুলিয়ার পবনারটেক এলাকার রাসেল তালুকদার (৩৫)।
তাঁদের পোশাক কারখানায় হামলা ও ভাংচুরের ঘটনায় এর আগে করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানান আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক।