ছিনতাইকারী-দখলদার, দুর্বৃত্তদের প্রশ্রয় দেবেন না : আব্দুস সালাম
‘১৭ বছর আমরা ত্যাগ স্বীকার করেছি। আগামী নির্বাচন না হওয়া পর্যন্ত আমাদের ত্যাগ স্বীকার করতে হবে। কোনো হামলা-মামলা নয়। আমরা কোনো ছিনতাইকারী-দখলদার, দুর্বৃত্তকে কোথাও প্রশ্রয় দিব না। কোনো বিশৃঙ্খলা-জমি দখলে জড়ানো যাবে না। আমাদের নেতা তারেক রহমান আমাদের ঐক্যবদ্ধ হতে বলেছেন।’
আজ শনিবার (২১ সেপ্টেম্বর) মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কলমা ইউনিয়ন শাখা বিএনপির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।
অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা না করা পর্যন্ত এই সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করব। হিন্দুদের উপর আঘাত এলে তাদের প্রতিহত করা হবে। দেশের জনগণ তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে ক্ষমতায় নিবে। এর মধ্যে আওয়ামী লীগ কোনোরকম দুর্বৃত্তায়ন করলে আমরা ছেড়ে দিব না।
কলমা ইউনিয়ন বিএনপির সভাপতি কে এম রিয়াজুল ইসলাম তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাদল পাঠান।
উদ্বোধনী বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব হাবিবুর রহমান অপু চাকলাদার।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. সালাম মোল্লা, উপজেলা যুবদলের আহ্বায়ক মুক্তার হোসেন খান, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দোলন খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তানভীর আহমেদ অভি, ছাত্রদলের আহ্বায়ক মুরাদ হোসেন, উপজেলা মহিলা দলের সম্পাদিকা আলেয়া ইসলাম প্রমুখ।