ভূমিকম্পে হতাহতের ঘটনায় তারেক রহমানের শোক
দেশের বিভিন্ন জেলায় ভূমিকম্পে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আজ শুক্রবার (২১ নভেম্বর) এক শোকবার্তায় তিনি নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। একইসঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সহানুভূতি ও সমবেদনা জানান।
তারেক রহমান বলেন, রাজধানী ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে উঁচুতল ভবন ও স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ৬ জনের মৃত্যুর পাশাপাশি দুই শতাধিক মানুষ আহত হয়েছেন। বাংলাদেশে প্রবল ভূমিকম্পে প্রাণহানি ও ক্ষয়ক্ষতিতে আমি গভীরভাবে শোকাহত। এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি জানাই সংহতি ও সহানুভূতি।
তারেক রহমান আরও বলেন, আগাম সতর্কতা ও দুর্যোগ ব্যবস্থাপনায় সরকারের প্রস্তুতি থাকলে ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হতো। বাংলাদেশের মানুষ সবসময়ই দুর্যোগ মোকাবিলায় দৃঢ়তা দেখিয়েছে। এবারের ভয়াবহ পরিস্থিতিও তারা কাটিয়ে উঠবে বলে আমার দৃঢ় বিশ্বাস।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমি ভূমিকম্পে নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও আহত মানুষদের আশু সুস্থতা কামনা করছি। মহান আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন।

নিজস্ব প্রতিবেদক