ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীতে ব্যাপক ক্ষয়ক্ষতি
ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
আজ শুক্রবার (২১ নভেম্বর) নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন এক বার্তায় ক্ষয়ক্ষতির বিষয়ে জানান।
বার্তায় বলা হয়, ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের সাবস্টেশনে অগ্নিকাণ্ড হয়। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। এছাড়াও সাবস্টেশনের বিপুল পরিমাণ পিটি (প্রডাকশন ট্রান্সফরমার) ভূ-কম্পনের ফলে ভেঙে পড়ে।
ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার কারখানার ইউরিয়া প্রডাকশন ভূমিকম্পনজনিত কারণে সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে গেছে। ভূকম্পনের সময় ইঞ্জিন মেশিনারিজ ভাইব্রেশনের মাধ্যমে বন্ধ হয়ে যায় এবং মেশিনারিজ চেকিং অপারেশনে আছে।
জেলা প্রশাসকের কার্যালয় ও সার্কিট হাউসহ শতাধিক ভবনে ফাটল দেখা দিয়েছে। ভূমিকম্প সৃষ্ট ক্ষয়ক্ষতি ও দুর্যোগ সংশ্লিষ্ট তথ্যের জন্য জেলা প্রশাসন থেকে কন্ট্রোল রুম খুলে সার্বিক পরিস্থিতি নিয়ে খোঁজখবর রাখা হচ্ছে বলে বার্তায় বলা হয়েছে।
এদিকে ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীতে প্রাণহানি বেড়ে চারজনে দাঁড়িয়েছে। আজ সকাল ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদী।

নিজস্ব প্রতিবেদক