সারা দেশে ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিয়ে যা জানা গেল
আজ সকালে অনুভূত হওয়া ৫.৭ মাত্রার ভূমিকম্পে সারা দেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভূমিকম্পের ঘটনায় এখন পর্যন্ত মোট ৬ জন নিহত হওয়ার প্রাথমিক খবর পাওয়া গেছে। এছাড়াও প্রায় ৬০ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আরও পড়ুন : সারা দেশে ভূমিকম্পে নিহত ৬
আজ শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে এই মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের এই ঘটনায় রাজধানীর বংশাল, আরমানীটোলা, মাতুয়াইল, খিলগাঁও, হাতিরঝিল, কলাবাগান ও নিউমার্কেট এলাকার কয়েকটি ভবন ও ঢাকা কলেজের ইলিয়াস হল ক্ষতিগ্রস্ত হওয়ার প্রাথমিক তথ্য বিভিন্ন সূত্র থেকে পাওয়া গেছে।
আরও পড়ুন : ঢাকায় সাত মাত্রার ভূমিকম্পে তিন লাখ প্রাণহানির শঙ্কা!
বিকেল ৪টা পর্যন্ত পাওয়া প্রাথমিক তথ্যানুযায়ী, ভূমিকম্পে ঢাকায় তিনজন, নরসিংদীতে দুইজন ও নারায়ণগঞ্জে একজনসহ মোট ছয়জন নিহত হয়েছেন। আহত ৬০ জন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঢাকায় নিহতরা হলেন— স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ২য় বর্ষের শিক্ষার্থী রাফিউল ইসলাম (২১), আখতার (১৪) ও সবুজ (৩০)। মরদেহগুলো স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
আরও পড়ুন : মায়ের সঙ্গে মাংস কিনতে বেরিয়ে প্রাণ গেল মেডিকেল শিক্ষার্থীর
দুর্ঘটনার পরপরই সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনস্থ ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স কো-অর্ডিনেশন সেন্টার (এনডিআরসিসি) কার্যালয়ে একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। আজ এনডিআরসিসি থেকে প্রাপ্ত প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়।

এনটিভি অনলাইন ডেস্ক