ভূমিকম্পের পর পুরান ঢাকার বর্তমান পরিস্থিতি
গতকাল শুক্রবার সকালে ৫.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর রাজধানীর ঘনবসতিপূর্ণ পুরান ঢাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই এলাকার বহু পুরোনো, জরাজীর্ণ ও অপরিকল্পিতভাবে নির্মিত ভবনের কারণে ক্ষয়ক্ষতির আশঙ্কা ছিল সবচেয়ে বেশি। যদিও তাৎক্ষণিকভাবে কোনো বড় ধরনের ভবন ধসের ঘটনা ঘটেনি, তবে কয়েকটি পুরোনো ভবনে ছোট ফাটল দেখা দিয়েছে এবং আতঙ্ক কাটেনি স্থানীয়দের।
আরও পড়ুন : ভূমিকম্পের কতদিন পর হতে পারে আফটার শক, যা বলল এআই
সকাল ১০টা ৩৮ মিনিটে কম্পন শুরু হতেই লক্ষ্মীবাজার, শাঁখারীবাজার, বংশাল, চকবাজার ও সূত্রাপুরের মতো ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে মানুষজন দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে রাস্তায় বেরিয়ে আসেন। ভূমিকম্প থেমে যাওয়ার পরেও দীর্ঘ সময় ধরে মানুষ রাস্তায় ভিড় করে ছিল। মূলত, পুরান ঢাকার ঘিঞ্জি পরিবেশে জরাজীর্ণ ভবনগুলোর কারণে স্থানীয়দের মধ্যে ঝুঁকি বেশি কাজ করেছে। এ ছাড়া পুরান ঢাকার বংশাল কসাইটুলি এলাকায় ভূমিকম্পে একটি আটতলা ভবনের ছাদের রেলিং ধসে তিনজনের মৃত্যু হয়েছে।
ঢাকার চকবাজার থেকে আজ শনিবার (২২ নভেম্বর) এনটিভির রিপোর্টার জানান, চকবাজার এলাকার মানুষ শঙ্কিত রয়েছেন এখনও।
বিস্তারিত দেখুন ভিডিওতে….

এনটিভি অনলাইন ডেস্ক