তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কসবায় ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মবার্ষিকী উপলক্ষে কসবা উপজেলায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। কসবা উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গসংগঠনসমূহের যৌথ উদ্যোগে স্টেশন রোডে আয়োজিত এই ক্যাম্প ভার্চুয়ালি উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মুহাম্মদ ইলিয়াস, কসবা পৌর বিএনপির সাবেক সভাপতি মোঃ আলী আশরাফ, সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোঃ মুসলিম উদ্দিন, কেন্দ্রীয় কৃষকদলের সাবেক সদস্য নাছির উদ্দিন হাজারী, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নাজমুল হুদা খন্দকার, সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন এবং জেলা বিএনপির সদস্য হানিফ খন্দকার।
এ ছাড়া চিকিৎসা সেবায় অংশ নেন ডাঃ মকবুল হোসেন, ডাঃ শহিদুল হক, ডাঃ জহিরুল ইসলাম ও ডাঃ হিমেল খানসহ মোট ২১ জন বিশেষজ্ঞ চিকিৎসক। সারাদিনের এই মেডিকেল ক্যাম্পে প্রায় দুই হাজার রোগী চিকিৎসা নেন এবং বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।

এনটিভি অনলাইন ডেস্ক