অনুপস্থিত পুলিশ সদস্যের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা : ডিএমপি
চাকরিতে ফেরার তাগিদ দেওয়ার পরও যোগদান না করা পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডিসি (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান। আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
অনুপস্থিত পুলিশ সদস্যদের নিয়ে মুহাম্মদ তালেবুর রহমান বলেন, যারা এখনও অনুপস্থিত, আপনারা জানেন আমাদের কিছু আইন ও বিধির মধ্যে চলতে হয়। চাকরিতে কিছু নিয়ম-কানুন আছে। সেই নিয়ম অনুযায়ী যদি কেউ বিনা অনুমতিতে অনুপস্থিত থাকেন তাহলে চাকরি বিধি মেনে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়।
ঢাকার ২২টি থানা আংশিক বা পরিপূর্ণ ধ্বংস হয়েছে ও সবমিলিয়ে ২১৬টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে জানিয়ে ডিএমপির এই কর্মকর্তা আরও বলেন, আমরা চেষ্টা করছি অল্প সময়ে সংস্কার করে আগের পরিস্থিতি ফিরিয়ে আনার। আমরা সীমিত রিসোর্সের মাধ্যমে সর্বোচ্চ চেষ্টা করছি জনজীবনে শান্তি ও শৃঙ্খলা বজায়ে রাখতে। যেহেতু অনেকগুলো স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা এখনও পরিপূর্ণ তথ্য পাইনি। এটার কাজ চলছে, শেষ হলে আপনাদের পরিপূর্ণ তথ্য দিতে পারব।