সালমান এফ রহমানের সঙ্গে সাবেক এনএসআই ডিজির ফোনালাপ ফাঁস
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) এক সাবেক মহাপরিচালকের একটি ফোনালাপ ফাঁস হয়েছে, যা নিয়ে তুমুল সমালোচনা হচ্ছে। তবে, এ কথোপকথনের অডিওটি কোন সময়ের তা নিশ্চিত হওয়া যায়নি।
ফোনালাপের শুরুতে সালমান এফ রহমান বলেন, ‘আমি আগেও আপনাকে বলেছিলাম। এখানে একটু সমস্যা হচ্ছে। হয়তো আপনার অফিসও বুঝতেছে না। আমরা যখন ওয়ার্ক পারমিট দিই, বিডা থেকে যখন আমরা রিকমেন্ড করি, এনএসআইয়ের মেইন জবটা হলো, টু লোকেটেড ফ্রম সিকিউরিটি অ্যাংগেল। দ্য পিপল হ্যাভ এনি সিকিউরিটি রিস্ক অর নট। আপনারা ক্লিয়ারেন্স দেন। ট্র্যাডিশনালি এটাই হয়ে আসছে। আর আমরা করতেছি কী...।’
সালমান এফ রহমানের কথার একপর্যায়ে এনএসআইয়ের ওই ডিজি বলতে থাকেন, ‘স্যার, ঠিক আছে স্যার। এখন দু-একটি আসপেক্ট আমি আপনাকে বলি। যে লোকটা ভাড়া দেখাচ্ছে ৩০ হাজার টাকা। কিন্তু ৩ লাখ টাকার বাসায় থাকতেছে। সো হি ইস নট পেয়িং ট্যাক্স। কারণ, সে শো করছে ৩০ টাকা টাকা। তিন লাখ টাকার বাসায় থাকতেছে, এটার জন্য সরকারকে পে করার কথা। কিন্তু, তিনি করছেন না। তাহলে এটা দেখার দায়িত্বটা কার স্যার?’
বিস্তারিত ফাঁস হওয়া ফোনালাপে…