সালমান এফ রহমান ফের সাত দিনের রিমান্ডে
ঢাকার পৃথক দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে ফের সাত দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আজ বুধবার (২ অক্টোবর) ঢাকার সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলাম এই আদেশ দেন।
ঢাকার সিএমএম ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ঢাকার নবাবগঞ্জ ও দোহারের পৃথক দুই হত্যা মামলায় সাত দিন করে ১৪ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। শুনানি শেষে বিচারক নবাবগঞ্জ থানার মামলায় চার দিন ও দোহারের মামলায় তিন দিনের রিমান্ডের আদেশ দেন।
নথি থেকে জানা গেছে, গত ১৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পালানের সময় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমানকে গ্রেপ্তার করা হয়।
এজাহার থেকে জানা গেছে, গত ৫ আগস্ট ঢাকা জেলার নবাবগঞ্জ থানা এলাকায় ছাত্রদের হত্যা চেষ্টার অভিযোগে একটি মামলা করা হয়। এছাড়া গত ৪ আগস্ট বৈষম্যবিরোরধী ছাত্র আন্দোলনের সময় ঢাকা জেলার দোহার থানা এলাকায় ছাত্রদের হত্যা চেষ্টার অভিযোগে একটি মামলা করা হয়।