শেখ হাসিনাকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের অভিযোগ
সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনাকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের অভিযোগ জমা দিয়েছেন আইনজীবী সোহেল রানা। আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর অভিযোগটি দায়ের করা হয়।
ছয় মাস গুম করে রাখার ঘটনায় শেখ হাসিনা ছাড়াও সাবেক দুই মন্ত্রী ও দুই সাবেক আইজিপিসহ কয়েকজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের এ অভিযোগ দায়ের করা হয়েছে।
শেখ হাসিনা ছাড়া অন্য আসামিরা হলেন–সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান (৭৪), সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, সাবেক আইজিপি বেনজীর আহমেদ এবং র্যাবের সাবেক মহাপরিচালকসহ বাহিনীটির ২০ থেকে ২৫ জন অজ্ঞাত সদস্য।
আইনজীবী সোহেল রানা বলেন, ২০১৫ সালের ১০ ফেব্রুয়ারি তাকে উত্তরা থেকে র্যাব সদস্যরা তুলে নিয়ে ৬ মাস গুম করে রেখেছিল। ওই ঘটনার পর গুম থাকাবস্থায় তাকে নির্যাতন করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান সরকারদলীয় সাবেক এমপি-মন্ত্রীসহ দলটির নেতাকর্মীরা। পরবর্তীতে ছাত্র-জনতার আন্দোলন দমন ও প্রাণহানির ঘটনায় শেখ হাসিনাসহ সাবেক এমপি-মন্ত্রী ও দলটির নেতাকর্মীদের নামে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে একাধিক মামলা হয়।
অন্যদিকে আন্দোলনে প্রাণহানির ঘটনাকে গণহত্যা বিবেচনা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এর বিচারের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। এরপর থেকে ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে কয়েক ডজন অভিযোগ দায়ের করা হয়েছে। সেই সঙ্গে আওয়ামী লীগের নেতা ও বিগত সরকারের মন্ত্রী-এমপিদেরও এতে আসামি করা হয়েছে।