নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপাক্ষিক বৈঠক
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/09/26/prdhaan-updessttaa-nepaal.jpg)
ছবি : বাসসের প্রতিবেদন থেকে নেওয়া
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বুধবার (২৫ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নগরীতে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনের ফাঁকে নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন।
বৈঠকে উভয় নেতা দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা পুনরুজ্জীবিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
এর আগে অধ্রাপক ড. ইউনূস সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করেন।