বিদ্যুতায়িত হয়ে ১২ গুইসাপের মৃত্যু!
মাদারীপুরে বিদ্যুৎ অফিসের পুকুরে বিদ্যুতায়িত হয়ে নাকি বিষ প্রয়োগে ১০-১২টি গুইসাপ মরে ভেসে উঠছে। এ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ পাওয়া গেছে। কয়েকদিন ধরে ভেসে উঠা গুইসাপগুলো কীভাবে মারা গেল, তার সঠিক কারণ জানা না গেলেও মেরে ফেলার অভিযোগের তীর বিদ্যুৎ অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে।
বিদ্যুৎ অফিসের ওই পুকুরে মাছ চাষ করায় বিষ দিয়ে গুইসাপগুলো হত্যা করা হয়েছে বলে দাবি এলাকাবাসীর।
তবে মাদারীপুর পৌর শহরের ইটেরপুল এলাকায় বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ কোম্পানি ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) নির্বাহী প্রকৌশলীর দাবি, বিদ্যুতায়িত হয়ে মারা গেছে গুইসাপগুলো।
গুইসাপগুলোর মৃত্যুতে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানায়, অনেক বছর ধরে বিদ্যুৎ অফিসের পুকুরে বড় সাইজের ১০ থেকে ১৫টি গুইসাপ বাস করে আসছে। স্থানীয়রা সাপগুলোকে দেখে বিরক্তিবোধ করত না। ময়লা-আবর্জনা ও বিষাক্ত পোকামাকড় খেয়ে বেঁচে থাকত সেগুলো। সম্প্রতি পুকুরটিতে ওজোপাডিকোর কর্মকর্তা-কর্মচারীরা মাছ চাষ শুরু করে। এতে কিছু মাছ গুইসাপগুলো খেয়ে ফেলে বলে কয়েকবারই সেগুলো মেরে ফেলার চেষ্টা করে বলেও অভিযোগ উঠে। কয়েকদিন আগে গুইসাপগুলোকে দেখা যাচ্ছিল না। এরই মধ্যে ১০ থেকে ১২টি গুইসাপ মরে ভেসে উঠে। পরে এলাকাবাসী গুইসাপগুলো হত্যার অভিযোগে ওজোপাডিকোর অফিসে জড়ো হয়ে প্রতিবাদ করে।
এরপর বিদ্যুৎ অফিস কর্তৃপক্ষ পৌরসভার মাধ্যমে গুইসাপগুলোকে উঠিয়ে মাটিচাপা দেয়। বিষয়টি জানাজানি হলে ওজোপাডিকোর নির্বাহী কর্মকর্তা বিষয়টিকে অন্যদিকে মোড় দেন। তাঁর দাবি, বিদ্যুতায়িত হয়ে গুইসাপগুলো মারা গেছে।