নানা আয়োজনে পালিত বিশ্ব পর্যটন দিবস
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা আয়োজনের মধ্যদিয়ে পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস-২০১৪। আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে আগারগাঁওয়ের পর্যটন ভবনের সামনে থেকে দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে আগারগাঁও এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে করে পর্যটন ভবনের সামনে এসে শেষ হয়।
‘পর্যটন শান্তির সোপান’ এই স্লোগানকে সামনে রেখে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান র্যালির উদ্বোধন করেন। বর্ণাঢ্য র্যালিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান, বাংলাদেশ পর্যটন কর্পোরেনের চেয়ারম্যান এ কে এম আফতাব হোসেন প্রামাণিক, ট্যুরিস্ট পুলিশের ডিআইজি মো. আবু কালাম সিদ্দিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শরিফুল আলম খন্দকার, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবের, বেসামিরক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফাতেমা রহীম ভীনা প্রমুখ।
এ ছাড়া বিভিন্ন ট্যুর এজেন্সি, পর্যটক এবং নানা শ্রেণি পেশার লোকজন পাশাপাশি অন্যান্য সরকারি-বেসরকারি সংগঠনের সদস্যরা প্ল্যাকার্ড, ফেস্টুন, রঙ-বেরঙ এর বেলুন, ব্যান্ডপার্টি নিয়ে র্যালিতে অংশ নেন।
বিশ্বব্যাপী পর্যটনের প্রচার ও প্রসারে ১৯৮০ সাল থেকে জাতিসংঘের পর্যটন বিষয়ক সংস্থা ‘ইউএন ট্যুরিস্ট’ ঘোষিত এ দিবসটি সকল সদস্য দেশে যথাযথ মর্যাদায় উদযাপিত হয়ে আসছে।