গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির লড়াই চলছে : নজরুল ইসলাম
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির লড়াই চলছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ময়মনসিংহের ধোবাউড়ায় কালিকাবাড়িতে সাভারের আশুলিয়ায় গুলিতে নিহত ঈমাম মাওলানা মো. সাদিকুর রহমানের (২৭) পরিবারের খোঁজ-খবর ও সহযোগিতা প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন নজরুল ইসলাম খান।
নজরুল ইসলাম খান বলেন, আমরা শুধু তত্ত্বাবধায়ক সরকার চেয়েছিলাম, সুষ্ঠু নির্বাচন দিতে বলেছিলাম। তা না করে এখন কী হলো? পদত্যাগ করে দেশ ছেড়েছেন।
অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স ও আতিকুর রহমান রুমন বক্তব্য দেন।
এ সময় উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, সদস্য সালমান ওমর রুবেল প্রমুখ।
আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় একটি গার্মেন্টসে চাকরি করার পাশাপাশি ওই প্রতিষ্ঠানে ঈমামতি করতেন মাওলানা মো. সাদিকুর রহমান। তিনি স্ত্রী ও দুই মেয়ে নিয়ে সেখানে বসবাস করতেন। গত ৫ আগস্ট সাদিকুর রহমান গুলিতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ৭ আগস্ট মারা যান। পরে তাঁর মরদেহ গ্রামের বাড়িতে এনে দাফন করা হয়।