সিরাজগঞ্জ-২ আসনের সাবেক এমপি হেনরি স্বামীসহ আটক
সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরি ও তার স্বামী সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান শামীম তালুকদার লাবুকে মৌলভীবাজার থেকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে র্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার মো. মশিহুর রহমান সোহেল সোমবার বিকেলে জানান, মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের সোনাপুর এলাকায় জনৈক মো. দেলোয়ার হোসেন বাচ্চুর বসতবাড়িতে আত্মগোপনে ছিলেন। তাদের মৌলভীবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
জান্নাত আরা হেনরী সিরাজগঞ্জ শহরের সবুজকানন হাইস্কুলের শিক্ষক ছিলেন। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচন করে পরাজিত হয়েছিলেন। তবে রাজনীতিতে যোগ দিয়ে রাতারাতি স্কুল শিক্ষক থেকে শতকোটি টাকার মালিক হয়ে যান।
২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর থেকে তার প্রভাব প্রতিপত্তি আরও বেড়ে যায়। ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে অন্যান্য দলীয় নেতাকর্মীদের মতো হেনরিও আত্মগোপনে চলে যান।