খুলনা থেকে ‘মার্সেল হা-শো’ সিজন ৭ মাতাবেন যে পাঁচজন
বেসরকারি টিভি চ্যানেল এনটিভির জনপ্রিয় রিয়েলিটি শো মার্সেল হা-শোর সিজন ৭-এর অডিশনে খুলনায় পাঁচজন পেলেন ইয়েস কার্ড। রংপুর, রাজশাহী ও বরিশাল পর্বের পর আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) খুলনা শিল্পকলা একাডেমিতে দিনব্যাপী এ অডিশন নেওয়া হয়।
এই বিভাগীয় শহরে বিভিন্ন জেলা থেকে অডিশনে অংশ নিতে ছুটে আসেন পাঁচ শতাধিক প্রতিযোগী। দিন শেষে বিচারকদের রায়ে সেরা পাঁচ প্রতিযোগী ইয়েস কার্ড নিশ্চিত করেছেন। তাঁরা হলেন এনামুল হক, তাসলিম জাহান সেহতাজ, মো. তারেক মাহমুদ, রাইসা সুলতানা ও মো. নাঈম কিবরিয়া স্বাধীন।
অডিশন রাউন্ডের শুরুতে প্রতিযোগীদের স্বাগত জানিয়ে দিকনির্দেশনা দেন হা-শোর যৌথ পরিচালক জাহাঙ্গীর চৌধুরী ও কাজী মোস্তফা।
অডিশনে বিচারক প্যানেলে ছিলেন স্ট্যান্ড আপ কমেডিয়ান ইসতিয়াক নাসির, শাওন মজুমদার ও অভিনেত্রী সুষমা সরকার।
প্রাথমিকভাবে প্রায় ৪০০ প্রতিযোগী খুলনা অডিশন পর্বে রেজিস্ট্রেশন করেছিলেন। আজও অনেকে শিল্পকলা একাডেমিতে এসে রেজিস্ট্রেশন করেন। রেজিস্ট্রেশন শেষ হওয়ার পর বাছাই করা প্রতিযোগীদের নিয়ে অডিশন সন্ধ্যার পর শেষ হয় ।
আগামীতে পর্যায়ক্রমে রাজশাহী, চট্টগ্রাম, ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগ থেকে মোট ৪০ প্রতিযোগীকে বাছাই করা হবে। মূলত তাদের নিয়েই সাজানো হবে অনুষ্ঠানের মূল পর্বগুলো। সেখান থেকে পর্যায়ক্রমে নির্বাচিত ছয়জন প্রতিযোগীকে নিয়ে অনুষ্ঠিত হবে গ্র্যান্ড ফিনালে।
হা-শো সিজন ৭-এর মূল পর্বে বিচারক হিসেবে থাকবেন বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান, অভিনেত্রী শবনম ফারিয়া এবং অভিনেতা তুষার খান।
মার্সেল হা-শো যৌথভাবে পরিচালনা করছেন জাহাঙ্গীর চৌধুরী ও কাজী মোহাম্মদ মোস্তফা। এটি সঞ্চালনা করবেন মীরাক্কেলখ্যাত আবু হেনা রনি।
জনপ্রিয় এই রিয়েলিটি শোর টাইটেল স্পন্সর দেশের শার্ষস্থানীয় ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক ও হোম অ্যাপ্ল্যায়েন্স প্রস্তুতকারী ব্র্যান্ড মার্সেল। আর মিডিয়া পার্টনার জনপ্রিয় বেসরকারি টিভি চ্যানেল এনটিভি।