সুনামগঞ্জে আশ্রয়ণের ঘরে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৬ জন নিহত
সুনামগঞ্জের ধর্মপাশার জয়শ্রী ইউনিয়নে আশ্রয়ণ প্রকল্পের ঘরে অগ্নিকাণ্ডে একই পরিবারের ছয়জন নিহত হয়েছেন। সোমবার (৩০ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন সুনামগঞ্জের পুলিশ সুপার (এসপি) আ ফ ম আনোয়ার হোসেন খান। তাৎক্ষণিক অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।
নিহতরা হলেন—আশ্রয়ণ প্রকল্পের ওই ঘরের বাসিন্দা এমারুল (৪০), তার স্ত্রী পলি আক্তার (৩৫), বড় ছেলে পলাশ (১২), ফরহাদ (১০), মেয়ে ফাতেমা ও ছোট ছেলে ওমর ফারুক।
স্থানীয় সূত্রে জানা যায়, যেখানে আগুন লেগেছে, এটি হাওরের মধ্যবর্তী দুর্গম অঞ্চল। সোমবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ একটি ঘরে আগুন লেগে। আশপাশের মানুষ দ্রুত আগুন নেভানোর চেষ্টা করেছে। ঘরের ভেতরে সবাই ঘুমিয়ে থাকায় কেউ বের হতে পারেননি। অগ্নিদগ্ধ হয়ে পরিবারের ছয় সদস্যই মারা যান।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সদস্যরা।