শার্শায় ভারতে অনুপ্রবেশকালে ৪ জন আটক
যশোরের শার্শা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় চারজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এদের মধ্যে তিনজন নারী ও একজন পুরুষ। আজ শনিবার (৫ অক্টোবর) ভোরে সীমান্তের পাঁচভূলট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন—মাগুরা জেলার শ্রীপুর থানার কুপোরিয়া গ্রামের দিঘি জোয়ারদার (১৪), একই জেলার কুপোরিয়া গ্রামের মঞ্জুশ্রী জোয়ারদার (৩৭), বাগেরহাট জেলার পাতিলাখালী গ্রামের অর্পিতা শিকদার (৩০) এবং একই জেলার কচুয়া থানার শাখারগাজী গ্রামের অপু দাস (২০)।
বিজিবি জানায়, গোপন সূত্রে তারা জানতে পারেন চারজন অবৈধভাবে পাঁচভূলট সীমান্ত দিয়ে ভারতে যাচ্ছে। এরপর বিজিবির একটি দল ওই এলাকার গোপনে অবস্থান নেয়। এ সময় ভারতের যাওয়ার সময় তিন নারী ও এক পুরুষকে আটক করে বিজিবি।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খুরশিদ আনোয়ার বলেন, ‘অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে তিনজন নারী ও একজন পুরুষকে আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।’