ঢাকা থেকে উপকূলীয় অঞ্চলে নৌযান চলাচল বন্ধ
          বৈরী আবহাওয়ায় ঢাকা থেকে উপকূলীয় অঞ্চলে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। ফাইল ছবি        
          উপকূলীয় অঞ্চলে বৈরী আবহাওয়া ও সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি থাকায় ঢাকা থেকে উপকূলীয় অঞ্চলে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ। আজ শনিবার (৫ অক্টোবর) বিআইডব্লিউটিএ’র সূত্র থেকে এ তথ্য জানা গেছে।
বিআইডব্লিউটিএ জানিয়েছে, বৈরী আবহাওয়া ও সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি থাকায় উপকূলীয় অঞ্চলের নদীতে প্রচণ্ড রোলিং হচ্ছে। এতে যাত্রীদের জান-মালের নিরাপত্তার স্বার্থে ঢাকা থেকে হাতিয়া, ঢাকা থেকে বেতুয়া, ঢাকা থেকে খেপুপাড়া, ঢাকা থেকে চরমোন্তাজ, ঢাকা থেকে রাংগাবালী, ঢাকা থেকে মনপুরাগামী উপকূলীয় অঞ্চলের নৌপথের নৌযান চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। বিআইডব্লিউটিএ-এর পক্ষ থেকে এই নির্দেশ দেওয়া হয়।

                  
                                                  নিজস্ব প্রতিবেদক