বন্যা মোকাবিলায় করণীয় নিয়ে আস-সুন্নাহ ফাউন্ডেশনের বৈঠক
বন্যার পূর্বাভাস ঠিকমতো পৌঁছাতে পারলে সম্পদের ক্ষয়ক্ষতি আটগুণ কমানো সম্ভব। ‘বন্যা পরিস্থিতি মোকাবিলা ও পুনর্বাসনে টেকসই কৌশল : প্রতিষ্ঠানের ভূমিকা ও সমন্বিত উদ্যোগ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এ তথ্য উঠে আসে।
শনিবার (৫ অক্টোবর) রাজধানীর বিয়াম মিলনায়তনে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে সাম্প্রতিক বন্যায় আস-সুন্নাহ ফাউন্ডেশনের ত্রাণ কার্যক্রমের বিষয়ে তুলে ধরেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।
বৈঠকে বক্তারা বন্যার সময় শুধু পানিবাহিত রোগের ওপর জোর না দিয়ে অন্যান্য সাধারণ রোগের ওপরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, বিশেষ করে বৃদ্ধ, নারী ও শিশুদের চিকিৎসা নিয়ে কাজ করতে হবে। সেইসঙ্গে আস-সুন্নাহ ফাউন্ডেশনকে স্থায়ী আশ্রয়কেন্দ্র তৈরির পরামর্শও দেন বক্তারা। তাঁরা বলেন, সংগঠনটি স্থানীয় লোকবলের সহায়তা নিয়ে ছোট ছোট বাঁধ তৈরি করতে পারে।