ট্রাফিক আইন লঙ্ঘন, রাজধানীতে হাজারের ওপর মামলা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/10/07/tra.jpg)
সড়কের শৃঙ্খলায় ট্রাফিক পুলিশ। ফাইল ছবি
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে এক হাজার ১৭টি মামলা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এছাড়া ৪০ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
আজ সোমবার (৭ অক্টোবর) বিকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, গতকাল রোববার ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযানে এক হাজার ১৭টি মামলা এবং ৪০ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানকালে ২২৪টি গাড়ি ডাম্পিং এবং ৭০টি গাড়ি রেকার করা হয়।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকব বলে জানান পুলিশের এই কর্মকর্তা।