হবিগঞ্জে অগ্নিকাণ্ডে ৫ ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ৫টি ব্যবসাপ্রতিষ্ঠান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ টাকাসহ প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।
আজ শুক্রবার ভোর রাতে নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট গ্রামে যুক্তরাজ্য প্রবাসী কদ্দুছ আলীর মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে মার্কেটের মাফরোজা এন্টারপ্রাইজসহ দুটি মুদি দোকান, দুটি চা স্টল ও একটি বিরিয়ানির দোকান পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডে পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠানের নগদ টাকাসহ ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। খবর পেয়ে নবীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের একদলকর্মী ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
নবীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার খালেদুর রহমান খালেদ জানান-অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ও অনেক মালামাল আমরা উদ্ধার করি। তাৎক্ষণিক অগ্নিকাণ্ডের কারণ শনাক্ত করা যায়নি।

হারুনুর রশিদ চৌধুরী, হবিগঞ্জ