উচ্চাঙ্গ সংগীতের বক্তৃতা নিয়ে কোর্সের সূচনা করেছে বিশ্বসাহিত্য কেন্দ্র
ছবি : বিশ্ব সাহিত্য কেন্দ্র
বিশ্বসাহিত্য কেন্দ্রের ‘আলোর ইশকুল’- উচ্চাঙ্গ সংগীতের ওপর আটটি বক্তৃতা সম্বলিত একটি কোর্সের সূচনা করেছে। প্রতি শুক্রবার সকালে উচ্চাঙ্গ সংগীতের উৎস ও পটভূমি সংবলিত নানা বিষয় নিয়ে আয়োজিত এই কোর্সটি উপস্থাপনা করছেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য স্থপতি অধ্যাপক মুহাম্মদ আলী নকী।
ইতোমধ্যে ২৭শে সেপ্টেম্বর ‘সংগীতের সংজ্ঞা, উৎস ও পটভূমি’ এবং ৪ঠা অক্টোবর ‘সংগীতের উপাদান’- শীর্ষক দু’টি বক্তৃতা বিশ্বসাহিত্য কেন্দ্রের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অধ্যাপক মুহাম্মদ আলী নকীর অনবদ্য সরস ও অসাধারণ উপস্থাপনায় বক্তৃতাটি শ্রোতাদের মুগ্ধ ও বিমোহিত করেছে। আগামী ছয় সপ্তাহে উচ্চাঙ্গ সংগীতের ওপর আরও ছয়টি বক্তৃতা করবেন তিনি।
উচ্চাঙ্গ সংগীতপ্রেমীদের আলোকিত হওয়ার মতো এই অনন্য বক্তৃতামালার শ্রোতা হওয়ার জন্য আহ্বান জানাচ্ছে বিশ্বসাহিত্য কেন্দ্র।

এনটিভি অনলাইন ডেস্ক