মাগুরায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
'নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, ডেঙ্গু থেকে মুক্ত থাকি' এই স্লোগানকে সামনে রেখে মাগুরা জেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে শহর পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।
আজ সোমবার (১৪ অক্টোবর) সকালে মাগুরা পৌরসভা কার্যালয়ের ফটকে এডিস মশার বংশবিস্তার রোধে নানা কর্মসূচি হাতে নিয়ে মানববন্ধন করে জেলা প্রশাসন। তারই ধারাবাহিকতায় পৌরসভার সামনে থেকে এই পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম, এডিসি ও পৌর প্রশাসক আব্দুল কাদের, সিভিল সার্জন মো. শামীম কবির, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবু বক্কর, পৌরসভার সচিব মো. রেজাউল ইসলাম, জেলা ছাত্র আন্দোলনের সমন্বয়কদের প্রতিনিধিসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।
এ সময় বক্তারা নিজ আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখাসহ এডিস মশার বিস্তার রোধে মশার প্রজনন স্থল ধ্বংস করে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।