ডাকাতির মামলায় ৭ জন রিমান্ডে

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ফাইল ছবি
রাজধানীর মোহাম্মদপুরে গভীর রাতে সেনাবাহিনী ও র্যাবের পোশাক পরে সংঘবদ্ধভাবে ডাকাতির ঘটনায় করা মামলায় ছয়জনকে সাত দিন করে রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার (১৪ অক্টোম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন এই আদেশ দেন। এদিন ঢাকার সিএমএম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের উপ-পরিদর্শক(এসআই) রাশেদুল ইসলাম তাদেরকে হাজির করে ১০ দিন রিমান্ডে নিতে আবেদন করেন। শুনানি শেষে বিচারক রিমান্ডের এই আদেশ দেন।
রিমান্ডে পাঠানো আসামিরা হলেন—জাকির হোসেন ওরফে জিন জাকির, শরিফুল ইসলাম তুষার, মাসুদুর রহমান, আরিফুল ইসলাম তরফদার, জাহিদ হাসান ও আব্দুস সালাম।