আওয়ামীপন্থি বিচারকদের পদত্যাগের দাবিতে আজ হাইকোর্ট ঘেরাও
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/10/16/sarjis_alam_0.jpg)
আওয়ামীপন্থি বিচারকদের পদত্যাগের দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। এই দাবিতে আজ বুধবার (১৬ অক্টোবর) হাইকোর্ট ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছেন তিনি।
গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন সারজিস। পরে ওই পোস্টের কমেন্টে তিনি লেখেন, বেলা ১১টায় রাজু ভাস্কর্যে জড়ো হয়ে সেখান থেকে একসঙ্গে হাইকোর্ট অভিমুখে যাত্রা৷ আবারও কালো শকুনদের উৎখাত করতে রাজপথ প্রকম্পিত হবে৷
সারজিস লেখেন, ‘এই খুনি হাসিনার দালালদের কারণেই রাষ্ট্র ঠিকমতো ফাংশন করতে পারছে না৷ এদের উৎখাত না করা পর্যন্ত দেশ সামনে আগাতে পারে না, পারবে না৷ তিনি আরও লেখেন, যেখানে আমার শহীদ ভাইবোনদের মা-বাবার কান্না থামেনি, আহত ভাইবোনদের ক্ষত শুকায়নি, সেখানে শকুনরা জেগে ওঠার সাহস করছে! এদের প্রতিহত করার জন্য আবারও রক্ত দিতে প্রস্তুত৷’
অপর এক পোস্ট সারজিস আলম লেখেন, ‘ক্ষমতা টিকিয়ে রাখার জন্য দুই হাজারের বেশি ভাইবোনকে যে নরপশুরা হত্যা করেছে, আমার অর্ধ-লাখ ভাইবোনদের যারা রক্ত ঝরিয়েছে তাদের দালালরা দুই মাস যেতে না যেতেই খুনি হাসিনার স্লোগান দিচ্ছে! যুদ্ধ শেষ হয়নি, এটাই তার প্রমাণ৷ এই সব কালপ্রিটদের চিহ্নিত করে অতি দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে ছাত্র-জনতা আবার ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামবে ৷ খুনি ও খুনির দোসররা কি করেছে তার কিছু চিহ্ন আবার কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি৷ রক্ত এখনও শুকায় নাই৷’
এই পোস্টের কমেন্টে ছাত্র-জনতার আন্দোলনে আহতদের ছবি পোস্ট করেন যেখানে কারও পা নেই, কারও বুকের মধ্যে বিঁধে আছে বুলেট, কারও মাথায় অপারশেনের সেলাইয়ের ছবি।
গণ-অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রিত্ব ও দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। সেই স্বৈরশাসকের সমর্থনে গতকাল মঙ্গলবার বিকেলে ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণে স্লোগান দিয়েছেন কিছু সংখ্যাক আইনজীবী। সাবেক মন্ত্রী ফারুক খানকে রিমান্ড শেষে আদালতের হাজতখানায় নেওয়ার সময় তারা এই স্লোগান দেন। তারা করতালির সঙ্গে সঙ্গে স্লোগানে বলেন, ‘শেখ হাসিনা সরকার, বারবার দরকার’, ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’, ‘ফারুক ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ ইত্যাদি।