গায়েব হাসপাতালের তথ্য, শহীদ-তালিকা তৈরিতে পেতে হচ্ছে বেগ
জুলাই ও আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে হতাহতদের তালিকা হাসপাতাল থেকে সরিয়ে ফেলতে নির্দেশ দিয়েছিল সে সময়ের স্বৈর-সরকার। ফলে শহীদদের তালিকা করতে অন্তর্বর্তী সরকারকে বেগ পেতে হচ্ছে। এমনটা জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
উপদেষ্টা পরিষদের বৈঠক প্রসঙ্গে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে রিজওয়ানা এ কথা জানান।
জুলাই-আগস্ট আন্দোলনে আহতদের মধ্যে উন্নত চিকিৎসার জন্য যাদের বিদেশে যাওয়া প্রয়োজন তাদের পাঠানো হবে বলেও জানিয়েছেন উপদেষ্টা রিজওয়ানা। বাকস্বাধীনতায় সরকার কোনো হস্তক্ষেপ করছে না উল্লেখ করে তিনি বলেন, ‘কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। এগুলো না আনলেই ভালো।’
এ সময় রাষ্ট্র সংস্কারে সরকার আরও চারটি কমিশন গঠন করেছে বলে জানিয়েছেন সৈয়দা রিজওয়ানা হাসান।