কুমিল্লায় সাবেক ছাত্রলীগ নেতা মহসিন আলম আটক
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/10/25/mohsin.jpg)
মহসিন আলম। ফাইল ছবি
আত্মগোপনে থাকা ছাত্রলীগের সাবেক নেতা মহসিন আলমকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ৯টায় নগরীর ইপিজেড গেট এলাকা থেকে তাকে আটক করে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম।
আটক মহসিন আলম খান কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক। তিনি কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য। তার বাড়ি জেলার চৌদ্দগ্রাম উপজেলায়।
ওসি মহিনুল ইসলাম বলেন, আটক মহসিনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আজ শুক্রবার তাকে কারাগারে পাঠানো হবে।