যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ২০
নাটোরের লালপুরে অভিযান চালিয়ে অস্ত্রসহ ২০ জনকে আটক করেছে যৌথ বাহিনী। ছবি : এনটিভি
নাটোরের লালপুরে পদ্মা নদীর চরাঞ্চলে অভিযান চালিয়ে ২০ জনকে আটক করেছে যৌথ বাহিনী। এ সময় দুটি আগ্নেয়াস্ত্রসহ বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
আজ রোববার (৯ নভেম্বর) নাটোরের পুলিশ সুপার (এসপি) তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এসপি তারিকুল ইসলাম বলেন, সম্প্রতি লালপুরে পদ্মা নদীর চলাঞ্চলে আধিপত্য নিয়ে সংহিংসতায় হতাহতের ঘটনা ঘটে। এ অবস্থায় চরে স্বাভাবিক অবস্থা ফেরাতে শনিবার রাত থেকে আজ সকাল পর্যন্ত লালপুর উপজেলার বিভিন্ন চরে অভিযান চালায় পুলিশ, র্যাব ও এপিবিএনের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী।
আটক ব্যক্তিদের ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান এসপি তারিকুল ইসলাম।

হালিম খান, নাটোর