নানা আয়োজনে ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উদযাপন
বগুড়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন। আজ শুক্রবার (২৫ অক্টোবর) দিনটি উপলক্ষে সেখানে ছিল নানা আয়োজন। দুপুরে জিয়াউর রহমান অ্যাজমা কেয়ার সেন্টারে জেলা ড্যাবের আয়োজনে হয় ফ্রি মেডিকেল ক্যাম্প। এ সময় বিনামূল্যে বিতরণ করা হয় ওষুধ।
জাইমা রহমান তারেক রহমান ও ডা. জোবাইদা রহমানের একমাত্র মেয়ে। এ ছাড়া তাঁর দাদা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দাদী সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
আজ তার জন্মদিনে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিক ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ উপস্থিত ছিলেন।
ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. শাহ মো. শাহজাহান আলীর সভাপতিত্বে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
জুমার নামাজের পর শহরের সেন্ট্রাল মসজিদে জেলা বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় জিয়া পরিবারের সব সদস্যদের দীর্ঘায়ু কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
এদিন বিকেলে জেলার শিবগঞ্জ উপজেলায় ফ্রি চক্ষুসেবা প্রদান কার্যক্রম পরিচালিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কয়সার এম আহম্মেদ। তিনি বলেন, জিয়া পরিবার দেশের স্বাধীনতার সঙ্গে জড়িত, বেগম খালেদা জিয়া গণতন্ত্রের সঙ্গে জড়িত। এই ফ্যাসিস্ট সরকারের পতনের মাস্টার মাইন্ড তারেক রহমানের নির্দেশে ছাত্র আন্দোলনে তাদের সহযোগিতা করে এই সরকারের পতন ঘটানো হয়েছে। যে কারণে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি।
এ ছাড়া বিভিন্ন এতিম খানায় এতিমদের মধ্যে খাবার বিতরণ করা হয়।