আজও সাত কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ
স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় কমিশন গঠনের দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সায়েন্সল্যাব মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। আজ বুধবার (৩০ অক্টোবর) বেলা ১১টার দিকে ঢাকা কলেজ থেকে একটি মিছিল নিয়ে এসে তারা সড়কটিতে অবস্থান নিতে শুরু করেন। এর ফলে সায়েন্সল্যাব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
অবরোধে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলছেন, যতক্ষণ পর্যন্ত কমিশন গঠনের ঘোষণা সরকারের পক্ষ থেকে দেওয়া না হবে, ততক্ষণ পর্যন্ত সড়ক অবরোধ করে রাখবেন তারা।
জানা গেছে, উপস্থিত শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে নানা স্লোগান দিচ্ছেন। অবরোধের কারণে, শাহবাগ, নিউমার্কেট, ধানমণ্ডি, কলাবাগানসহ বিভিন্ন এলাকায় যানজট তৈরি হয়েছে। ফলে, ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
ঢাকা কলেজের শিক্ষার্থী আব্দুর রহমান জানান, এই মুহূর্তে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ছাড়া সাত কলেজের সংকট সমাধান করা সম্ভব নয়। গতকালও আমরা ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিলাম। কিন্তু, সে বিষয়ে যথাযথ কর্তৃপক্ষ কোনো নজর দেয়নি। যে কারণে আমরা আজ আবারও অবস্থান কর্মসূচি পালন করছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত সাত কলেজ শিক্ষার্থীদের এই আন্দোলন চলবে।
এর আগে একই দাবিতে তিন দিন সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন সাত কলেজ শিক্ষার্থীরা। এ সময় তারা তিন দফা দাবি জানিয়ে সেগুলো পূরণের জন্য আল্টিমেটাম দেন।
এদিকে মানুষকে বিপাকে ফেলে যেখানে-সেখানে আন্দোলন করা থেকে বিরত থাকতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. জাহাঙ্গীর আলম চৌধুরী।
গতকাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে একটি কমিশন গঠনের দাবিতে প্রায় পাঁচ ঘণ্টা রাজধানীর সায়েন্সল্যাবের সড়ক অবরোধ শেষে সড়ক ছাড়েন সাত কলেজের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা গতকাল মঙ্গলবার ঘোষণা দিয়েছিলেন, আজ বুধবার ফের ‘ব্লকেড’ পালন করবেন।