বাসচাপায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত, মহাসড়কে বিক্ষোভ
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থী মাইশা ফাউজিয়া মিম বাসচাপায় নিহত হয়েছেন। গতকাল বুধবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটে নারায়ণগঞ্জ পরিবহণ নামের একটি বাস তাকে চাপা দেয়। এ ঘটনার প্রতিবাদ ও জড়িতদের বিচারের আওতায় আনার দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। একপর্যায়ে তারা ঘাতক বাসটিতে আগুন দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিম রাস্তা পার হওয়ার সময় বাসটি তাকে চাপা দেয়। দুর্ঘটনার পর থেকে রাত পৌনে ২টা পর্যন্ত ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। রাত পৌনে ১১টার দিকে ঘাতক বাসটিতে আগুন দেন তারা। মহাসড়ক অবরোধের ফলে দুই পাশে শত শত যাত্রীবাহী বাস আটকে থাকে এবং জনভোগান্তির সৃষ্টি হয়। ঘাতক বাসটি পটুয়াখালী থেকে যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিল। চালকসহ জড়িতরাও আটক হয়নি।
নিহত মিম বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ১২তম ব্যাচের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। তার সহপাঠী ভূমিকা সরকার বলেন, ‘রাস্তা পার হওয়ার সময় মিমকে বাস চাপা দিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত বাসচালক, সুপারভাইজার ও হেলপারকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। নয়তো আমাদের আন্দোলন চলবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের সামনের মহাসড়কে গতিসীমা নির্ধারণসহ সড়ক নিরাপত্তা জোরদার করতে হবে।’
নগর পুলিশের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থী নিহতের ঘটনার প্রতিবাদ ও বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ করা হয়েছিল। বর্তমানে তা তুলে নেওয়া হয়েছে। দুর্ঘটনার পরপরই বাস ফেলে পালিয়ে যায় চালক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’