মোটরসাইকেল-ট্রাক্টর সংঘর্ষে প্রাণ গেল শিশু শিক্ষার্থীর
দিনাজপুরের হিলিতে ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী জান্নাতুল নাঈমা (৮) নামে এক মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত ছাত্রীর মামা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। আজ সোমবার (১১ সেপ্টেম্বর) সকালে উপজেলার ডাঙ্গাপাড়া বাজারের পূর্বপাশের এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মাদ্রাসাছাত্রী জান্নাতুল নাঈমা হাকিমপুর উপজেলা পাউশগাড়া মাদ্রাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ও বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়নের মোজাম্মেলের মেয়ে।
বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক শাহারিয়ার পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে আবাসিক চিকিৎসক বলেন, আজ সকালে প্রতিদিনের মতো মামার মোটরসাইকেলযোগে মাদ্রাসায় যাচ্ছিলমাদ্রাসাছাত্রী জান্নাতুল নাঈমা। পথে ডাঙ্গাপাড়া বাজারের কাছে ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে পাশে ছিটকে পড়ে যায় সে। পরে সেখান থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাদের বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক জান্নাতুল নাঈমাকে মৃত্যু ঘোষণা করেন।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছায়েম মিয়া জানান, ট্রাক্টরের চালক পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে। নাঈমার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপার থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।