একসঙ্গে ৪ কন্যা সন্তানের মা হলেন ফারজানা
সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে এক সঙ্গে চার কন্যা সন্তানের মা হলেন প্রবাসীর স্ত্রী ফারজানা আক্তার। গতকাল শনিবার (২ অক্টোবর) স্ত্রীরোগ ও প্রসূতি বিদ্যা বিশেষজ্ঞ ডা. মনোয়ারা বেগমের তত্ত্ববধানে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে চার নবজাতকের জন্ম হয়। সুস্থ্ আছেন প্রসূতি ফারজানা ও সন্তানরা।
এনাম মেডিকেল কলেজ হাসপাতালবিভাগীয় প্রধান (শিশু ও নবজাতক আইসিআই) অধ্যাপক ডা. শাহীন আক্তার জানান, ৩৮ থেকে ৪১ সপ্তাহের মধ্যে সন্তান ভূমিষ্ঠ হয়। এই চার মিশু ৩৩ সপ্তাহে ভূমিষ্ট হওয়ায় তাদের শারীরিক কিছু জটিলতা রয়েছে। সার্বিকভাবে নবজাতকরা ভালো আছে। বর্তমানে তারা পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে চিকিৎসাধীন।
ফারজানা আক্তার নরসিংদী জেলার মনহরদী থানার মাদুশাল গ্রামের হায়দার আলীর মেয়ে। তাঁর ১১ বছর বয়সী এক ছেলে সন্তান রয়েছে। স্বামী মজনু মিয়া বাহরাইন প্রবাসী।
প্রবাসী মজনু মিয়া ও ফারজানা দম্পতি তাঁদের চার নবজাতকের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।