নোয়াখালীতে বিপুল আগ্নেয়াস্ত্র-গুলি, ২টি গাড়িসহ আটক ৫
নোয়াখালী থানা পুলিশের বিশেষ অভিযানে সেনবাগ ও সোনাইমুড়ি থেকে পাঁচটি বিদেশি পিস্তল, আটটি দেশীয় তৈরি এলজি, চারটি একলনা বন্দুক, ২৭৭ রাউন্ড পিস্তলের গুলি, গাঁজা ও দুটি গাড়িসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ ।
গতকাল সোমবার রাতে সেনবাগের সেবারহাট বাজার ও সোনাইমুড়ি থানার বিভিন্ন এলাকায থেকে এই অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
আটক পাঁচজন হলেন চাটখিলের বাদল হোসেন (২১), মো. রবিন (২৮), কুমিল্লার মুরাদ হোসেন (২২), সোনাইমুড়ির মোহাম্মদ বাহার ও বেগমগঞ্জের আনোয়ার হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি নেছার আহমেদ, পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল ফারুক, অতিরিক্ত পুলিশ সুপার বিজয়া সেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. ইব্রাহিম, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল), মোর্তাহীন বিল্লাহ, সহকারী পুলিশ সুপার (হাতিয়া সার্কেল ) আমান উল্লাহসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আটক বাদল, রবিন ও আনোয়ার হোসেনের বিরুদ্ধে নোয়াখালী ও লক্ষ্মীপুরসহ বিভিন্ন এলাকায় আটটি মামলা রয়েছে। সেসব মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।