ঈদ উদযাপিত হচ্ছে নোয়াখালীর ২৫ গ্রামে

সৌদির সঙ্গে মিল রেখে প্রতি বছরের ন্যায় এবারও নোয়াখালী জেলার ২৫টি গ্রামে আজ রোববার (৩০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হচ্ছে।
নোয়াখালীর যেসব অঞ্চলে ঈদুল ফিতর পালিত হচ্ছে, সেগুলো হলো—সদর উপজেলার কালিতারা, জয়কৃষ্ণপুর, অশ্বদিয়া, পশ্চিম মহাদেবপুর এবং বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউপির বসন্তবাগ, চাঁদ কাশিপুর, তিতাহাজরা, ফাজিলপুর, জিরতলি ইউপির বারইচতল, মহেষপুর, আলাইয়াপুর ইউপির নরোওমপুরসহ ২৫টি গ্রাম।
স্থানীয় প্রত্যেকটি মসজিদের পেশ ইমামরা ঈদ জামাতের ইমামতি করেন এবং দোয়া পরিচালনা করেন। এদিকে, ঈদ উপলক্ষে প্রতিটি গ্রামে ছোট ছোট মেলাও জমে উঠেছে। মেলায় শিশুদের বিভিন্ন রকমারী খেলনাসহ হরেক রকমের জিনিসপত্র বিক্রি করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, তৎকালীন অবিভক্ত নোয়াখালীর রশিদপুর গ্রামে ১৯২৫ সালে মাওলানা আব্দুল হামিদ প্রচার করেন হানাফি, মালেকি ও হাম্বেলি মাযহাবি মতামতের চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী, আরব দেশের সঙ্গে মিল রেখে বিশ্বের সব দেশে একইদিন ঈদুল ফিতর, ঈদুল আজহা, রমযান, শবে বরাত, শবে কদর ও শবে মেরাজ পালিত হবে।